oieypxa2
  • Home
  • Internet and Telecom
  • Banking
  • Privacy Policy
  • About us
  • Contact us
No Result
View All Result
oieypxa2
  • Home
  • Internet and Telecom
  • Banking
  • Privacy Policy
  • About us
  • Contact us
No Result
View All Result
oieypxa2
No Result
View All Result

শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

May 4, 2022
in Internet and Telecom, Banking
শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
Share on FacebookShare on Twitter

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদের সামনে শিওর ক্যাশ নিয়ে হাজির হয়েছি । তো আর দেরি না করে চলুন শুরু করা যাক।

শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

সর্বপ্রথমে আপনি শিওর ক্যাশ আ্যপটি ডাউনলোড করে নিবেন। কারণ ইউএসএসডি কোডের মাধ্যমে আপনি শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেননা। তারপর আপনি আপনার শিওর ক্যাশ একাউন্টে লগিন করুন। একাউন্ট না থাকলে সাইন আপ করুন। কিভাবে সাইন আপ করতে হয় তা আমি নিচে বলে দিব।

আ্যপে লগিন করার পর আপনি মেন্যু অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করুন। তারপর ওখানে ফান্ড ট্রান্সফার নামক একটি অপশন দেখতে পারবেন। সেখানে আপনাকে মোবাইল ব্যাংকিং কোম্পানির নাম দিতে বলবে। সেখানে বিকাশ সিলেক্ট করুন এবং পরবর্তী ধাপে চলে যান। এরপর আপনি আপনার কাঙ্খিত বিকাশ নাম্বারটি দিন এবং পরবর্তী ধাপে এগিয়ে যান।

এরপর টাকার পরিমাণ দিন এবং তারপর আপনি আপনার একাউন্টের পিন দিন ও পরবর্তী ধাপে যান। এখন একটি নির্দিষ্ট জায়গায় চেপে ধরতে হবে। চেপে ধরুন।আপনার টাকা পাঠানো সম্পূর্ণ হয়েছে। এখন আপনার বিকাশ একাউন্টে গিয়ে নিশ্চিত হন যে টাকা এসেছে।

শিওর ক্যাশ কোড

যেসকল ব্যক্তির টাচ মোবাইল নেই কিংবা টাচ মোবাইল থাকলেও ইন্টারনেট কানেকশন নেই তাদের কোনো সেবা ব্যবহারের একমাত্র উপায় হচ্ছে ইউএসএসডি কোড। অন্যান্য সকল ইন্টারনেট ব্যাংকিং সেবার মতো শিওর ক্যাশেরও ইউএসএসডি কোড রয়েছে। প্রতিটি সিম অপারেটর কোম্পানির ক্ষেত্রে এই কোডটি ভিন্ন ম্নিচে প্রতিটি সিম কোম্পানির ক্ষেত্রে কোডগুলো দিয়ে দিচ্ছিঃ

গ্রামীনফোন সিমের ক্ষেত্রে কোডঃ *৪৯৫#
রবি সিমের ক্ষেত্রে কোডঃ *৪৯৫#
এয়ারটেল সিমের ক্ষেত্রে কোডঃ *২৫৭# বা *২৭০#
বাংলালিংক সিমের ক্ষেত্রে কোডঃ *৪৯৫#
টেলিটক সিমের ক্ষেত্রে কোডঃ *৩৭৫#

আপনার সিম অপারেটর অনুসারে কোডটি ব্যবহার করে আপনি যেকোনো ধরণের সেবা নিতে পারেন যেমন উইথড্র, ডিপোজিট, পেমেন্ট ইত্যাদি করতে পারবেন।

আরও পড়ুন: কৃষি ব্যাংক থেকে লোন নেওয়ার উপায়

শিওর ক্যাশ হেল্পলাইন নাম্বার

আপনি চাইলে কোনো সাহায্য চান বা অভিযোগ দায়ের করতে চান তাহলে তাদের হেল্প সেন্টার অফিসে গিয়ে সাহায্য নিতে পারেন। তাদের প্রায় প্রতি জেলায়ই হেল্প সেন্টার রয়েছে। আর আপনি যদি ঘরে বসে সেবা চান তবে তাদের কাছ থেকে ফোন করেও সাহায্য পেতে পারেন। তাদের হেল্পলাইন নাম্বার হলোঃ
০৯৬১৪০১৬৪৯৬
এ নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আপনি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে সেবা নিতে পারবেন।

শিওর ক্যাশ একাউন্ট খোলা

আপনি চাইলে যেকোনো শিওর ক্যাশ এজেন্ট পয়েন্টে গিয়ে আপনার শিওর ক্যাশ একাউন্টটি খুলে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড ও পাসপোর্ট ছবি লাগতে পারে।
তাছাড়া আপনি চাইলে নিজে ঘরে বসেও একাউন্ট খুলতে পারবেন। কাগজপত্রের মধ্যে আপনার শুধু ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ড লাগবে।

আপনি জিচে একদম সব বিস্তারিতভাবে বলে দিচ্ছি কিভাবে ঘরে বসে একদম ফ্রিতে শিওর ক্যাশ একাউন্ট খুলবেন। প্রথমে গুগল প্লে স্টোরে যান এবং সার্চ করুন শিওর ক্যাশ বা Sure Cash। তারপর আপনার সামনে আ্যপটি এসে পড়বে। অথবা আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি সেই লিংকে আপনি সরাসরি প্লে স্টোরে শিওর ক্যাশ ডাউনলোডের পেইজে চলে যাবেন। ডাউনলোড করুন ।

আ্যপটি ডাউনলোড করুন ও ইন্সটল করুন। তারপর আ্যপে প্রবেশ করুন। আ্যপে প্রবেশ করলে আপনার কাছে কিছু পারমিশন পেতে পারে সেগুলো একসেপ্ট করুন। তারপর আপনি একাউন্ট নাম্বার লেখা একটি অপশন দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বারটি টাইপ করুন। তারপর “শিওর ক্যাশের মাধ্যমে লেনদেন শুরু করা যাক” অপশনটিতে ক্লিক করুন।

তারপর আপনার মোবাইল নাম্বারে একটি ৬ সংখ্যার ভেরিফিকেশন কোড আসবে। তারপর ভেরিফিকেশন কোডটি ওই স্থানে টাইপ করুন। আর যদি ভেরিফিকেশন কোড না আসে তাহলে ২ মিনিট পর্যন্ত অপেক্ষা করুন। তারপর চাইলে আপনি আবার ভেরিফিকেশন কোড চাইতে পারেন। তারপর আপনার সামনে শিওর ক্যাশ এর শর্তাবলী আসবে সেখানে “সহমত” লেখাতে ক্লিক করুন। তারপর তারা আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে বলবে।

আরও পড়ুন: কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পাওয়ার উপায়

তারপর প্রথমে ফ্রন্ট সাইডের ও তারপর ব্যাক সাইডের ছবি তুলুন ও ভেরিফাই করুন। তারপর সাধারণত তথ্যগুলো অটোমেটিক এসে পড়বে। যদি না আসে তাহলে আপনি তথ্য আ্যড করে দিন। তারপর আপনি আপনার চেহারার একটি সত্যায়িত ছবি তুলুন। সেলফি তুলতে হবে। তারপর আপনার পছন্দমতো একটি পিন সেট করুন। পিন সেট করার সময় মাথায় রাখতে হবে যেন কোনভাবেই একই নাম্বার বারবার ব্যবহার না করেন। ব্যাস! তাহলে আপনার শিওর ক্যাশ একাউন্ট খোলা হয়ে গেল।

শিওর ক্যাশ এজেন্ট তালিকা

বর্তমানে শিওর ক্যাশের প্রায় সব জেলাতেই অনুমোদিত এজেন্ট রয়েছে। মোট এজেন্টের সংখ্যা কোথাও দেওয়া নেই। আপনি চাইলে যে জেলায় বা ইউনিয়নে থাকেন সেই ইউনিয়নে কোন কোন দোকান এজেন্ট তা আপনি চাইলে দেখতে পারবেন। নিচে আমি নিচে লিংক দিয়ে দিচ্ছি সেই লিংকে ক্লিক করুন।

https://agent.surecashbd.com/ScAgentList/agentList/list

উপরের দেওয়া লিংকে ক্লিক করার পর আপনি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেখানে প্রথমে আপনার জেলা সিলেক্ট করুন, তারপর থানা ও ইউনিয়ন ও তারপর৷ Search অপশনে ক্লিক করুন। একটি উদাহরণ দিয়ে দেই।

ধরেন আপনি ঢাকা শহরের বনানী ওয়ার্ড ২০ এ থাকেন। তো প্রথমে District এ ঢাকা শহর সিলেক্ট করুন। তারপর Thana Name এ বনানী সিলেক্ট করুন। এরপর Union Name এ ২০ নং ওয়ার্ড সিলেক্ট করলেন। তারপর Search বাটনে ক্লিক করলেই আপনার কাছাকাছি এজেন্ট পয়েন্টগুলো এসে পড়বে।

শিওর ক্যাশ ব্যালেন্স চেক কোড

আপনি আ্যপের মাধ্যমে কিংবা ইউএসএসডি কোডের মাধ্যমেও ব্যালেন্স চেক করতে পারবেন। কোডের ব্যালেন্স চেকের জন্য প্রথমে আপনার সিম কোম্পানির অনুসারে কোড ব্যবহার করুন। ধরুন আপনার জিপি সিম রয়েছে। তো প্রথমে আপনার ফোন অপশনে আন ও সেখানে গিয়ে ডায়াল করুন *৪৯৫#।

তারপর কিচ্ছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে Send Money, Mobile Recharge, Payment, Cash Out ও My Account এর অপশন দেখতে পারবেন। আপনি 1,2,3,4 ও 5 চেপে যথাক্রমে Send Money, Mobile Recharge, Payment, Cash Out ও My Account পেইজে চলে যাবেন। তো আপনি 5 দিবেন। 5 চাপলে আপনি My Account এ চলে যাবেন সেখানে আবার ৪টি অপশন দেখবেন।

1 চাপলে আপনি Check Balance, 2 চাপলে Change Pin, 3 চাপলে Mini Stmt ও 4 চাপলে Check SMS এর পেইজে চলে যাবেন। তারপর 1 লিখে send করবেন। তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দেওয়ার পর SEND বাটনে ক্লিক করলে আপনার একাউন্টে কত টাকা আছে তা দেখাবে।

শিওর ক্যাশ কোন ব্যাংকের আ্যপ?

আপনি যদি গুগল প্লে স্টোরে যান শিওর ক্যাশ ডাউনলোড করতে তাহলে দেখবেন এদের পাবলিশার হচ্ছে Progoti System LTD.। যদিও মূলত এই আ্যপটির মালিক হচ্ছে রূপালি ব্যাংক লিমিটেড। তারাই মূলত এই আ্যপটি নিয়ন্ত্রণ করে। শিওরক্যাশ মূলত প্রগতি সিস্টেমের মোবাইল ব্যাংকিং সেবার ব্র্যান্ডের নাম। বর্তমানে রূপালী, কমার্স, যমুনা ও ফার্স্ট সিকিউরিটি মোবাইল ব্যাংকিং সেবার লাইসেন্স নিয়েছে কিন্তু তাদের পক্ষে সেবাটি পরিচালনা করছে প্রগতি সিস্টেম। 

শিওর ক্যাশ বোনাস

শিওর ক্যাশ বাংলাদেশের সবচেয়ে ভালো অনলাইন ব্যাংকিং ব্যবস্থার মধ্যে অন্যতম। আমার জানা মতে, তারা এখন পর্যন্ত বিকাশ বা নগদের মতো ওরকম কোনো অফার চালু করে নাই।

মূলত বৃত্তি বা উপবৃত্তির টাকার জন্য শিওর ক্যাশ ব্যবহার করা হয়। আপনি খুব সহজেই এখান থেকে উপবৃত্তির টাকা গ্রহণ ও ক্যাশ আউট করতে পারবেন।
তাছাড়াও এখান থেকে খুব সহজেই এক একাউন্ট থেকে অন্য একাউন্টে টাকা পাঠাতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন, বিল পরিশোধ করতে পারবেন।

শিওর ক্যাশ থেকে প্রতিবার সেন্ড মানিতে সর্বোচ্চ ৪ টাকা চার্জ। আর ক্যাশ আউটের ক্ষেত্রে চার্জ মাত্র ১৮ টাকা ৫০ পয়সা উভয়ই আ্যপ থেকে ও ইউএসএসডি কোডের মাধ্যমে। তাছাড়া শিওর ক্যাশে ক্যাশ ইন করার ক্ষেত্রে কোনো চার্জ বা ফি প্রযোজ্য নয়।

তো আজকের জন্য এতটুকুই। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের জন্য বিদায় জানাচ্ছি। আমাদের সঙ্গেই থাকুন।

Previous Post

কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পাওয়ার উপায়

Next Post

উপায় একাউন্ট কিভাবে খুলবো, উপায় এর যাবতীয়

Related Post

উপায় একাউন্ট কিভাবে খুলবো
Internet and Telecom

উপায় একাউন্ট কিভাবে খুলবো, উপায় এর যাবতীয়

May 4, 2022
কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পাওয়ার উপায়
Banking

কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পাওয়ার উপায়

May 4, 2022
কৃষি ব্যাংক থেকে লোন নেওয়ার উপায়
Banking

কৃষি ব্যাংক থেকে লোন নেওয়ার উপায়

May 4, 2022
Load More

Comments 2

  1. الإباحية says:
    4 weeks ago

    This blog was… how do I say it? Relevant!! Finally I’ve found something which helped me.
    Many thanks!

    Reply
  2. Israel night club says:
    3 weeks ago

    I was excited to discover this website. I want to to thank you for your time for this wonderful read!! I definitely liked every part of it and i also have you book-marked to look at new things on your website.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • কৃষি ব্যাংক থেকে লোন নেওয়ার উপায়

    কৃষি ব্যাংক থেকে লোন নেওয়ার উপায়

    589 shares
    Share 236 Tweet 147
  • কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পাওয়ার উপায়

    589 shares
    Share 236 Tweet 147
  • উপায় একাউন্ট কিভাবে খুলবো, উপায় এর যাবতীয়

    589 shares
    Share 236 Tweet 147
  • শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

    587 shares
    Share 235 Tweet 147

About us

Oieypxa2 is a Professional Banking, Internet and Telecom Platform. Here we will provide you only interesting content, which you will like very much.

Categories

  • Banking
  • Internet and Telecom

Recent Posts

  • উপায় একাউন্ট কিভাবে খুলবো, উপায় এর যাবতীয়
  • শিওর ক্যাশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
  • কর্মসংস্থান ব্যাংক থেকে লোন পাওয়ার উপায়
  • কৃষি ব্যাংক থেকে লোন নেওয়ার উপায়
  • Home
  • Privacy Policy
  • About us
  • Contact Us

© 2022 Oieypxa2.com

No Result
View All Result
  • Home
  • Internet and Telecom
  • Banking
  • Privacy Policy
  • About us
  • Contact us

© 2022 Oieypxa2.com